রাঁচি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অর্ডিন্যান্স জারির পরেও আবারও কাঠুয়া মামলারই ছায়া দেখা গেল ঝাড়খণ্ডের দুমকায়৷ ১২ বছরের এক নাবালিকাকে গন ধর্ষণের অভিযোগ উঠল৷ তিন জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে৷ জানা গিয়েছে তিনজন ওই নাবালিকাকে একটি নির্ণীয়মান বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে৷
ওই কিশোরী সারাদিন নিখোঁজ ছিল৷ পুলিশকে ওই কিশোরী জানিয়েছে সে যখন ঘরের দরজা বন্ধ করতে যাচ্ছিল সেসময় তিনজন সেখানে এসে উপস্থিত হয় ও তাকে জোর করে তুলে নিয়ে যায়৷ ওই তিনজন তাকে একটি অর্ধনির্মিত বাড়িতে নিয়ে যায় এবং তার পা বেঁধে দিয়ে তাকে ধর্ষণ করে৷
পড়ুন: অপহরণ করে টানা দু’দিন ধর্ষণ নাবালিকাকে
দুমকার পুলিশ সুপার কিশোর কৌশল এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ ওই নাবালিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অপরাধীদের ধরার জন্য তল্লাশি চালানো হচ্ছে৷”
কাঠুয়া ও উন্নাও ধর্ষণ কাণ্ডের পর এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে৷ উল্লেখ্য, এপ্রিলের ২১ তারিখই ইউনিয়ন ক্যাবিনেট প্রটেকশন অফ সেক্সুয়াল অফেন্স অ্যাক্টের (POCSO) সংশোধন অনুমোদন করেছে৷ তাতে বলা হয়েছে ১২ বছরের নীচের কোনও শিশুকন্যার ধর্ষণ প্রমাণ হলে অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে৷
The post আবারও কাঠুয়া উন্নাওয়ের ছায়া ঝাড়খণ্ডে appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.