Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

ফেসবুকে ‘বন্ধুত্ব’করে স্কুলছাত্রীকে ধর্ষণ

$
0
0

কোটা: স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতদের নাম পঙ্কজ ধোবি(২২) ও দীনেশ লোধা(২৫)৷ দুজনকে আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন৷

পুলিশ জানিয়েছে, পঙ্কজ নামে অভিযুক্ত ওই যুবক বিএ প্রথম বর্ষের ছাত্র৷ একাদশ শ্রেনীর ওই ছাত্রীর সঙ্গে তাঁর ফেসবুকে আলাপ হয়৷ দুজনের মধ্যে ফোনেও কথা হত৷ ২৪ এপ্রিল স্কুলে যাওয়ার সময় ছেলেটির সঙ্গে দেখা করে ওই নাবালিকা৷ এরপরই তাঁকে স্কুটারে করে অন্যত্র নিয়ে যায় ওই যুবক৷ তারপর দীনেশ নামে তার এক বন্ধুকে ঘরের ব্যবস্থা করে রাখতে বলে৷ সেই ঘরেই মেয়েটিকে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ৷

পড়ুন: বাড়িতে পৌঁছে দেবে বলে ওরা গাড়িতে উঠতে বলল, তারপর…

চারদিন পর অর্থাৎ গত শনিবার কোনওরকমে পালিয়ে বাড়িতে এসে বাবা-মাকে সমস্ত ঘটমা জানায় মেয়েটি৷ এরপরই আর কে পুরম থানায় গিয়ে অভিযোগ জানান তারা৷ সোমবার ফার্স্ট ট্র্যাক আদালতে দুজনকে তোলা হয়৷ দুজনেরই ১৫ মে পর্যন্ত জেল হেফাজত হয়েছে৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

The post ফেসবুকে ‘বন্ধুত্ব’ করে স্কুলছাত্রীকে ধর্ষণ appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles