লখনউ: মহিলাদের নিরাপত্তার প্রশ্নে জেরবার যোগী সরকার৷ উত্তরপ্রদেশের মীরঠে এক নাবালিকাকে(১৪) আট মাস ধরে টানা গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে৷ নাবালিকা বিরোধিতা করলে প্রাণের ভয় দেখিয়ে মাসের পর মাস তাকে ধর্ষণ করে ওই তিন যুবক৷ এমনকি, নাবালিকার মাকে মেরে ফেলার হুমকিও দেয় তারা, সেই ভয়ে কোনও কথাই প্রকাশ্যে আনেনি সে৷
এমনকি সে গর্ভবতী হয়ে পড়লে তাকে গর্ভপাতের ওষুধও জোর করে খাইয়ে দেওয়া হয়, এমনই অভিযোগ নির্যাতিতার৷ বিচারের আশায় ৬মাসের নষ্ট হয়ে যাওয়া ভ্রূণ ব্যাগে করে নিয়ে মায়ের সঙ্গে এসএসপির কাছে যায় নির্যাতিতা৷
সূত্রের খবর, নির্যাতিতার মা জানায়, ভাড়া বাড়িতে তারা থাকেন৷ এবং কাজের সূত্রে বেশিরভাগ সময়ই বাড়িতে থাকতে পারেন না তিনি৷ গত মঙ্গলবার তাঁর মেয়ে পেটে ব্যাথা নিয়ে চিকিৎসকের কাছে যায়৷ জানা যায়, স মাস ধরে সে গর্ভবতী এবং গর্ভেই সেই ভ্রূণ নষ্ট হয়ে যায়৷ নির্যাতিতার মা জানান, তখনই মেয়ের থেকে সব কথা জেনে অভিযুক্তদের কাছে যান তিনি৷ কিন্তু সেখানে গেলে অভিযুক্তরা তাঁদের অশ্রাব্য কথা বলে এবং মেরে ফেলার হুমকি দেয়৷ এরপরেই তাঁরা পুলিশের কাছে যান৷ কিন্তু সেখানেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে৷
বাধ্য হয়ে, তাঁরা এসএসপি রাজেশ কুমারের কাছে উপস্থিত হয় তাঁরা৷ এসএসপির নির্দেশে পুলিশ অভিযোগ নেয়৷ এর মধ্যে এক অভিযুক্তকে আটকও করা হয়েছে, বাকিদের তল্লাশি চলছে বলে জানা গিয়েছে৷
The post আট মাস ধরে গণধর্ষণ, নষ্ট ভ্রূণ নিয়েই পুলিশের কাছে নাবালিকা appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.