দেরাদুন: রুরকি অঞ্চলের এক মহিলা দীর্ঘ সাত বছর পর দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও প্রাণে মারার হুমকির অভিযোগ দায়ের করেছেন৷ রবিবার সন্ধ্যায় সিও’র আদেশের ভিত্তিতে অভিযোগ দায়ের করে পুলিশ৷
নির্যাতিতা জানিয়েছে অভিযুক্তরা চলতি বছরের শুরুতে তাঁকে প্রাণে মারার হুমকি দিয়ে ধর্ষণ করেছিল৷ তারা নির্যাতিতার অশ্লীল ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেল করে ও এর পর বহুবার তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ মহিলা জানিয়েছেন, ধর্ষণের কারণে তার একটি পুত্র সন্তানও হয়৷ এতদিন পর্যন্ত তিনি ভয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেননি৷ পুলিশ মহিলার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে৷
The post ‘ওই এমএমএস দেখিয়ে প্রত্যেকদিন ওরা ধর্ষণ করত আমাকে’ appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.