মুজাফ্ফরনগর (উত্তরপ্রদেশ): অবৈধ সর্ম্পকের ঘটনায় গাছের সঙ্গে বেঁধে মহিলাকে প্রহারের নির্দেশ গ্রাম পঞ্চায়েতের৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর এলাকায়৷ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেনপুরি পুলিশ স্টেশনের অন্তর্গত টোডার গ্রামবাসীদের সামনেই ঘটে পুরো ঘটনাটি৷ শুধু তাই নয়, একটি ভিডিও করা হয়৷ যেটি ইন্টারনেটের দুনিয়ায় ভাইরাল হয়ে পড়লে পুলিশ প্রসাশন নড়েচড়ে বসে৷
পুলিশি তদন্তে উঠৈ এসেছে একাধিক নাম৷ হারিরাম যাদব(আধিকারিক) বলেন, আটজনের বিরুদ্ধে একটি কেস নথিভুক্ত করা হয়েছে৷ যাদের মধ্যে থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
তিনি আরও বলেন, মহিলাটিকে শারীরিক পরক্ষার জন্য পাঠানো হয়েছে৷ অভিযোগকারীণীর স্বামীর দায়ের করা অভিযোগ অনুযায়ী ভ্রাতষ্পুত্রের সঙ্গে অবৈধ সর্ম্পকের জেরে মহিলাকে গাছের সঙ্গে বেঁধে প্রহার করা হয়৷
The post অবৈধ সর্ম্পক! গাছে বেঁধে প্রহার মহিলাকে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.