রায়পুর: আকাঙ্খা হত্যাকান্ডে উদয়নের চাঞ্চল্যকর তথ্যে নয়া মোড় ঘুরেছিল। সে জানিয়েছিল যে আকাঙ্খার মত নিজের মা-বাবাকেও খুন করে রায়পুরের বাড়ির বাগানে পুঁতে রেখেছে। এই তথ্য মিলতেই আজ রবিবার উদয়নকে নিয়ে রায়পুর রওনা হয় তদন্তকারীর দল। সেখানে পৌঁছনোর পরই বাগানে মাটি খোঁড়া শুরু হয়। সঙ্গে সঙ্গে এলাকা ছড়াতে থাকে দুর্গন্ধ। অবশেষে দীর্ঘক্ষণ খোঁড়াখুড়ির পর উদ্ধার হল […]
↧