নয়াদিল্লি: আনুমানিক ৮কোটি টাকার মাদক নষ্ট করল শুল্ক বিভাগ৷ এরমধ্যে রয়েছে গাঁজা ও হিরোইনের মতো ক্ষতিকারক মাদক দ্রব্য৷ শুক্রবার নিলোথিতে মাদক দ্রব্যগুলিকে নষ্ট করা হয় ৷ গত দশ বছরে বিদেশগামী বিভিন্ন পার্সেল থেকে এই মাদকদ্রব্যগুলি উদ্ধার করা হয়েছিল বলে শুল্ক বিভাগ সূত্রে খবর৷ গাঁজা, হিরোইন এবং চরস সহ সমস্ত ড্রাগসগুলিকে বিদেশের পোস্ট অফিস এবং এয়ার […]
↧