সৌরভ দেব, জলপাইগুড়ি: হোম কাণ্ডে গ্রেফতার হওয়ার পর এবার জেলা পুলিশ – প্রশাসনের অনেক পদস্থ আধিকারিকদের নাম না করে আঙুল তুললেন প্রাক্তন জলপাইগুড়ি জেলা শিশু সুরক্ষা আধিকারিক সাস্মিতা ঘোষ।মঙ্গলবার জলপাইগুড়ি জেলা মুখ্য বিচারবিভাগীয় আদালতে তোলা হয়৷বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে সাস্মিতা জানান, নিজে কোনও ভুল কাজ করেননি।যদি তার পদে থাকাকালন কোনও কাজ ভুল হয়ে থাকে,তাহলে যাদের […]
↧