শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ডাকঘরের টাকা আত্মসাতের অভিযোগ উঠল সাব পোস্ট মাস্টারের বিরুদ্ধে৷ কোচবিহারের কোতয়ালি থানারপুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ওই ব্যক্তির নাম সুজিত কুমার রায়৷ ঘুঘুমারি উপ ডাকঘরের এই কর্মীর বিরুদ্ধে প্রায় ৪৭ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে। কোচবিহারডিভিশনাল ইন্সপেক্টর অব পোষ্ট অফিসবিনদ কুমারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, […]
↧