মুম্বই: গত তিন বছরে মুম্বই থেকে বিদেশে নাবালক-নাবালিকা পাচারের সংখ্যাটি অত্যন্ত ভয়াবহ৷ একটি সমীক্ষায় উঠে এসেছে প্রায় ১০০ জনকে মুম্বই থেকে প্যারিসে পাচার করা হয়েছে৷ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে৷ শুক্রবার মুম্বইয়ের অপরাধ দমন শাখা পাচার চক্রের দু’জনকে গ্রেফতার করে৷ তাদের নাম সুনীল নন্দওয়ানি এবং নারসাইয়া মুঞ্জালি৷ ধৃতদের জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য৷ ভারতীয় […]
↧