স্টাফ রিপোর্টার, নদীয়া: বাড়ি ফেরার পথে আক্রান্ত হল আদালতের এক মুহুরী। আক্রান্তের নাম প্রবীর কুমার সরদার। দুষ্কৃতীদের রিভলবারের মারে তার কপাল ফেটে যায়। এলাকার মানুষের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রাণে বাঁচানো যায়। প্রবীর বাবু জয়নগর থানার বেলপুকুর গ্রামের বাসিন্দা। তিনি অন্যান্য দিনের মতো আদালত থেকে বেড়িয়ে স্টেশন হয়ে মোটরভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় মোমরেজগড় […]
↧