পূর্ব বর্ধমান: এক গৃহবধূর গায়ে অ্যাসিড দিয়ে পরে তাঁর নিম্নাংশে আগুন ধরিয়ে মাঠ দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। মধ্যযুগীয় এই বর্বরতার ঘটনা ঘটেছে বর্ধমানের মেমারী থানার সোনাডাঙা এলাকায়। মৃত গৃহবধূর নাম জারিনা বিবি (২৭)। তাঁর বাপের বাড়ি মেমারী থানারই সিরধরিয়া ক্যানেলপাড় এলাকায়। মৃত গৃহবধূর দাদা সাইদুল সেখ […]
↧