কলকাতা: মহিলা পকেটমার ধৃত রাজারহাটে৷ওই মহিলার কাছ থেকে মিলেছে বিভিন্ন দেশের মুদ্রা৷ পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রকিয়া বিবি৷ রাজারহাটের বাসিন্দা এই মহিলাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়৷ নেপাল, ভুটান, জাপান, স্কটল্যান্ড সহ আরও কয়েকটি দেশের মুদ্রা মিলেছে তার কাছে৷এছাড়াও উদ্ধার হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ৫৮টি মোবাইল ফোন। সেই সঙ্গে ধৃত রকিয়া বিবির থেকে একটি স্যামসাং […]
↧