স্টাফ রিপোর্টার, স্বরুপনগর: পাওনা টাকা চাওয়ার অপরাধে বৌমার হাতে খুন হল শ্বশুর । সোমবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানা কাঁচদহ গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম দিলদার মন্ডল (৫২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিলদার মন্ডলের ছেলের জুলফিকর মন্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল জেসমিনা বিবির । জেসমিনার ভাই টুকুন মন্ডল জেসমিনার শ্বশুর দিলদারের কাছ […]
↧