স্টাফ রিপোর্টার, গাইঘাটা: ফের তরল নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার হল দুই ব্যক্তি। মঙ্গলবার রাতে গাইঘাটা থানার পুলিশ গোপন সুএে খবর পেয়ে চাঁদপাড়া ছেকাঠির ঝাইডাঙ্গা সীমান্ত এলাকা থেকে জীবন হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ওই ব্যক্তির থেকে ৫ লিটার ২০০ গ্রাম কোডেন মিক্সচার আটক করা হয়। জানা গিয়েছে, বাংলাদেশে পাচার করবার জন্য সে নিয়ে যাচ্ছিল […]
↧