পরাগ মজুমদার, মুর্শিদাবাদ: ফল ব্যবসায়ী এক পৌঢ় খুনের রহস্য খুঁজতে গিয়ে ধন্দে পড়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। প্রতিদিনের মত এই দিন বৃহস্পতিবারও পাওনা টাকা আদায়ে বেরিয়েছিল বছর ষাটের প্রদীপ হালদার। বাড়ি থেকে কিছু দূরে স্থানীয় সুতি থানার চাঁদের মোড়ের কাছের ঔরাঙ্গাবাদ বিএড কলেজের পাশের ফাঁকা জায়গা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ […]
↧