স্টাফ রিপোর্টার, কলকাতা: তোলাবাজি মামলায় ধৃত প্রাক্তন ইডি কর্তা মনোজ কুমার সম্পর্কে জানতে চেয়ে ইডি দফতরে চিঠি দিল শেক্সপিয়ার সরণি খানার পুলিশ৷ মঙ্গলবার দুপুরে শেক্সপিয়ার সরণি থানার এক অফিসার ইডি অফিসে গিয়ে চিঠিটি জমা দেন৷ পুলিশ সূত্রে খবর, ধৃত মনোজ কুমার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে৷ মনোজ কবে অফিসার হিসেবে ইডিতে যোগ দিয়েছে৷ কতদিন […]
The post মনোজ সম্পর্কে জানতে চেয়ে ইডিকে চিঠি কলকাতা পুলিশের appeared first on Kolkata24x7 | Latest News in Bengali, Breaking News in Bangla, Online Khobor from West Bengal's Leading News Portal -