Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

পৈশাচিক! নাবালিকাকে বিবস্ত্র করে ভিডিও তুলে গণধর্ষণ

$
0
0

রাঁচি: নির্ভয়া কাণ্ডেরই যেন একের পর এক প্রতিফলন৷ আর এবার সেই পৈশাচিক, ঘৃণ্য কাজটি ঘটল ঝাড়খণ্ডে৷ ঝাড়খণ্ডের দুমকা এলাকার এক নাবালিকাকে গণধর্ষণের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ নির্যাতিতা হাসপাতালে বেঁচে থাকার শেষ লড়াই চালিয়ে যাচ্ছে৷

আরও পড়ুন: প্রতিবাদী মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

কি ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা তার বন্ধুর সঙ্গে স্কুটিতে করে সন্ধে ৬টা নাগাদ ঘর থেকে বেরিয়ে দিগ্ঘি রিং রোডে ঘুরতে যাওয়ার জন্য বের হয়৷ রাস্তায় কয়েকজন যুবকের এই দুজনের পিছু করতে শুরু করে হঠাৎ৷ প্রথমে সেই যুবকেরা টাকা দাবি করতে থাকে৷ ওই দুই কিশোরী টাকা দিতে অস্বীকার করলে, যুবকেরা তাদের মারতে শুরু করে৷ এরপরই সেই যুবকেরা আরও কয়েকজনকে ফোন করে সেখানে ডেকে নেয়৷ প্রায় ২০জনের মতো সেখানে জমা হয়৷ আর এই দুজনের মধ্যে একজনের পোশাক খুলে দিয়ে তাকে এক এক করে ধর্ষণ করতে থাকে৷

ওই নাবালিকা বেঁহুশ হয়ে গেলে, তাকে সেই অবস্থাতেই পাশের একটি পুকুরে নিয়ে গিয়ে স্নান করিয়ে বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে দিয়ে চলে যায়৷ রাত প্রায় ১১টা নাগাদ জ্ঞান ফিরলে কোনওরকমে সে কাছের থানাতে গিয়ে সবকিছু জানায়৷ পুলিশ ওই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করায়৷ প্রায় ১২জনকে এরই মধ্যে হেফাজতে নেওয়া হয়েছে৷ যার মধ্যে ৫জনকে শনাক্তও করেছে ওই দুই কিশোরী৷

আরও পড়ুন: জল নিয়ে বিবাদের জেরে মহিলাকে বিবস্ত্র করে মার

এদিকে খাদ্য ও সরবরাহ মন্ত্রী সরযূ রায় হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করে সাংবাদিকদের জানান, অপরাধীদের কড়া শাস্তি দেওয়া হবে এবং নির্যাতিতাকে সরকারী সাহায্যও করা হবে৷ বিজেপি নেতা শিবপূজন পাঠক এই ঘটনাকে বিকৃত মানসিকতার পরিচয় বলেন এবং সেই সঙ্গে তিনি জানান, এইসব ঘটনা যাতে আর না হয় তার জন্য সমাজকেও এগিয়ে আসতে হবে৷ মহিলা কমিশনের প্রধান কল্যাণী শরণও ঘটনার তীব্র নিন্দা করে জানান, মহিলারা বর্তমানে কোথাও সুরক্ষিত নয়৷ শুক্রবার মহিলা কমিশনের একটি দল নির্যাতিতার সঙ্গে দেখা করতে দুমকা যাবে বলে জানা গিয়েছে৷

The post পৈশাচিক! নাবালিকাকে বিবস্ত্র করে ভিডিও তুলে গণধর্ষণ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055