Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

স্কুলে ধর্ষণের শিকার ৫ বছরের নাবালিকা

$
0
0

নয়াদিল্লি : স্কুল চত্বরের মধ্যেই ধর্ষণের শিকার হল এক স্কুলছাত্রী৷ বয়স মাত্র ৫ বছর৷ ঘটনাটি ঘটেছে দিল্লির গান্ধীনগরের এক পাব্লিক স্কুলে৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷

মেয়েটির সঙ্গে ঠিক কী হয়েছে, তা প্রথমে জানা যায়নি৷ গুরুতর শারীরিক জখম নিয়ে সে বাড়ি যায়৷ মেয়েটির বাবা জানিয়েছেন, বাড়ি এসে সে তার মাকে ঘটনার কথা জানায়৷ তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ ডাক্তার তাকে দেখার পর জানায় ৫ বছরের ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে৷ তারপরই খবর দেওয়া হয় পুলিশে৷

ঘটনায় মেয়েটির বাড়ির তরফে থানায় FIR-ও দায়ের করা হয়৷ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ “আমরা খুশি যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ আমরা চাই ওর কঠিন শাস্তি হোক৷” বলেছেন মেয়েটির বাবা৷ তবে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি৷

ঘটনায় যৌন নির্যাতনের শিশু সুরক্ষা আইন (POCSO)-এর আওতায় মামলা দায়ের করেছে পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

The post স্কুলে ধর্ষণের শিকার ৫ বছরের নাবালিকা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles