নয়াদিল্লি: ফের বড়সড় সেক্স-র্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ। ফরিদাবাদ থানার সেন্ট্রাল এলাকার সিটি মলে হানা দিয়ে সেক্স র্যাকেটের পর্দাফাঁস করে পুলিশ৷ ঘটনাস্থলে থেকে হাতেনাতে পাঁচ যুবতী ও তিন যুবককে গ্রেফতার করা হয়েছে৷ অভিযোগ, দিনের পর দিন লোকচক্ষুর আড়ালে রমরমিয়ে চলছিল সেক্স-র্যাকেট। পুলিশ জানিয়েছে, তারা গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে, সেক্টর ১২র সিটি মলের রিয়েল এশিয়ান স্পা মাসাজ পার্লারে মধুচক্রের ব্যবসা চলছে৷ খবর পাওয়ার পরেই মহিলা পুলিশ কর্মীদের নিয়ে দল গঠন করা হয়৷ সন্ধ্যায় এক পুলিশকর্মী গ্রাহক সেজে পার্লারে যায়৷ কথা পাকা হওয়ার পর পার্লারে তল্লাশি চালানো হয়৷
পুলিশ পার্লারের ভিতর থেকে এক যুবক যুবতীকে অশ্লীল অবস্থায় উদ্ধার করে৷ ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচ যুবতীকে গ্রেফতার করেছে৷ এছাড়াও পার্লারের মালিক মুকেশ সৌরোতের সঙ্গে দুই অন্য যুবককেও গ্রেফতার করা হয়েছে৷ মল থেকে সেক্স র্যাকেটের পার্দাফাঁস করার পর পুলিশ নজরদারি শুরু করে৷ ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে পুলিশ৷ ধৃত যুবতীদের মেডিকেল টেস্ট করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ধৃত যুবতীরা উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, নেপাল, দিল্লি ও ফরিদাবাদের বাসিন্দা৷
The post স্পা আড়ালে রমরমিয়ে চলছে সেক্স-র্যাকেট! অশ্লীল অবস্থায় উদ্ধার মহিলা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল