Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

চিনে পাচারের আগেই বারাসত থেকে উদ্ধার ১০০ কোটির সাপের বিষ

$
0
0

স্টাফ রিপোর্টার, কলকাতা: প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সাপের বিষ চিনে পাচার করতে গিয়ে সিআইডি’র জালে তিন অভিযুক্ত৷ উত্তর ২৪ পরগনার বারাসতের রথতলা থেকে নারায়ন দাস, দেবজ্যোতি বসু এবং বুদ্ধদেব খাড়া নামের তিন অভিযুক্তকে গ্রেফতার করে সিআইডি’র স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)৷

কোটি টাকার সাপের বিষ পাচারকাণ্ডে ধৃত দুই শিক্ষক

ধৃতদের জেরা করে সিআইডি জানতে পেরেছে, চিনে পাচার করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে চোরাপথে এই বিষ ভারতে নিয়ে আসা হচ্ছিল৷ কলকাতা হয়ে চিনে পাচার করার আগেই গোপনসূত্রে খবর পেয়ে বিএসএফ, বন দফতর এবং সিআইডি যৌথভাবে অভিযান চালায়৷ আগামিকাল ধৃতদের বারাসত আদালতে তোলা হবে৷

কোটি টাকার সাপের বিষ পাচারকাণ্ডে ধৃত দুই শিক্ষক

সূত্রের খবর, কাঁচের তিনটি জারে করে কেউটে সাপের বিষ পাচার করা হচ্ছে এই খবর পেয়ে বারাসতের রথতলায় অপেক্ষা করছিল সিআইডি ও বন দফতরের একটি দল৷ পাচারকারীদের গাড়ির বিবরণও তাদের কাছে ছিল৷ সেইমতো গাড়িটি এসে পৌঁছতেই আটক করা হয় পাচারকারীদের৷ তাদের কাছে থাকা কাগজের পেটির ভিতর থেকেই বিষ ভরতি তিনটি জার বাজেয়াপ্ত করা হয়৷ এই পরিমাণ বিষের বাজারদর প্রায় ১০০ কোটি টাকা৷

জেরায় ধৃতেরা জানিয়েছে, কলকাতা বিমানবন্দরের কাছে অন্য একটি টিমের কাছে বিষের জারগুলি তুলে দেওয়ার কথা ছিল৷ তারপর সেখান থেকে আকাশপথেই চিনে পাচারের পরিকল্পনা ছিল বলে মনে করছে তদন্তকারীরা৷ সিআইডি মনে করছে, ধৃতেরা এই চক্রে যুক্ত হলেও এরা মূলত পাচারের দায়িত্বেই ছিল৷

ধৃতদের জেরা করে এই চক্রের মূল পান্ডাদের গ্রেফতার করার চেষ্টা করবে সিআইডি৷ পাশাপাশি, কোন পথে এই সাপের বিষ চিনে পাচার করা হত তাও জানার চেষ্টা করবে সিআইডি৷ প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পেরেছে, ওষুধ তৈরির উদ্দেশ্যেই সাপের বিষ চিনে পাচার হচ্ছিল৷ এবিষয়ে আরও জানার জন্য ধৃতদের জেরা করা হবে৷

উদ্ধার হওয়া বিষের জারগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তারা সেগুলি পরীক্ষাগারেও পাঠানোর প্রস্তুতি শুরু করেছে৷ ডিআইজি সিআইডি (অপারেশন) নিশাদ পারভেজ জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে৷

The post চিনে পাচারের আগেই বারাসত থেকে উদ্ধার ১০০ কোটির সাপের বিষ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles