বেঙ্গালুরু : স্কুলে তাকে শারীরিক হেনস্তা করা হয়েছে বলে বাড়িতে জানিয়েছিল এক বছর চারেকের নাবালিকা৷ মেয়ের কথার উপর ভিত্তি করে পুলিশে অভিযোগ জানিয়েছিল তার পরিবার৷ এবার সেই অভিযোগ অস্বীকার করল পুলিশ৷ বলল, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা৷ মেয়েটি গল্প বানাচ্ছে৷ এমন কিছুই তার সঙ্গে হয়নি৷ প্রমাণস্বরূপ মেয়েটির পরিবারকে CCTV ফুটেজ দেখিয়েছে পুলিশ৷
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি স্কুলে৷ ৪ বছরের নাবালিকার বাবা মা অভিযোগ করেছিলেন, স্কুলে তাঁদের মেয়েকে শারীরিক হেনস্তা করা হয়েছে৷ স্কুলের এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ তোলেন তাঁরা৷ অভিযোগ, মঙ্গলবার বিকেলে স্কুল থেকে ফিরে বমি করতে শুরু করে মেয়েটি৷ শারীরিকভাবে ক্লান্তও ছিল সে৷ কী হয়েছে জিজ্ঞাসা করা হলে সে বলে, ওয়াচম্যান কাকু তাকে মারধর করেছে৷ বাথরুমে তার প্যান্ট টেনে খুলে দিয়েছে৷ মেয়ের মুখে এমন কথা শুনে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান মা৷ চিকিৎসক মেয়েটিকে রামাইয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ এরপর মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার চেক-আপ করা হয়৷ কিন্তু কোনও শারীরিক নির্যাতনের প্রমাণ মেলেনি৷ হাসপাতাল থেকেই পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়৷ এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন মেয়েটির মা৷
অভিযোগ পেয়ে স্কুলের ৫ জন নিরাপত্তাকর্মীকে আটক করে পুলিশ৷ তারপর CCTV ফুটেজ খতিয়ে দেখে৷ ডিসিপি (নর্থ) চেতন সিং রাঠোর জানিয়েছেন, এই ছাত্রীর স্কুলে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত সমস্ত ফুটেজ খতিয়ে দেখা হয়েছে৷ কোথাও দেখা যায়নি যে মেয়েটিকে শারীরিক হেনস্তা করা হয়েছে৷ মেয়েটির বক্তব্যের সঙ্গে ফুটেজের কোনও মিল নেই৷
CCTV ফুটেজটি মেয়েটির বাবা মাকেও দেখানো হয়েছে৷ তাঁরাও দেখেছেন তাঁদের মেয়েকে কোনও শারীরিক হেনস্তা করা হয়নি৷ ইস্যুটি নিয়ে স্কুল ম্যানেজমেন্টের বিরুদ্ধে সরব হয়েছিলেন আরও ১০০ অভিভাবক৷ ফুটেজটি তাদেরও দেখানো হয়েছে৷
ডিসিপি জানিয়েছেন, দুপুরের খাবার খাওয়ার আগে মেয়েটি ঠিক ছিল৷ খেলাধূলা করেছে৷ ১৫ মিনিট পরে মাথা টেবিলে নামিয়ে রেখে সে বিশ্রাম নেয়৷ তারপর থেকেই বমি করতে শুরু করে৷ সম্ভবত খাবারে কোন সমস্যার কারণেই সে বমি করছিল৷
কিন্তু মেয়েটি কেন নিরাপত্তাকর্মীর উপর অভিযোগ তুলল?
গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঘটনার পর মেয়েটির মা তাকে ভালো স্পর্শ ও মন্দ স্পর্শ নিয়ে বুঝিয়েছিলেন৷ বুঝিয়েছিলেন ওই ঘটনায় কীভাবে নিরাপত্তাকর্মী কাজটি করেছিলেন৷ ওইটাই মেয়েটির মাথায় গেঁথে গিয়েছিল৷ মনে করা হচ্ছে, গুরুগ্রামের ঘটনার অনুকরণে গল্প সাজিয়ে নেয় সে৷ সেটাই মাকে জানায়৷
The post ধর্ষণের গল্প বানিয়েছে ৪ বছরের নাবালিকা, বলল পুলিশ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল