Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

নিজের শরীরের বিনিময়ে দুই বন্ধুকে স্বামীকে খুনের প্রস্তাব দিল স্ত্রী

$
0
0

ওয়ারশ: পোল্যান্ডের বাসিন্দা এক মহিলা স্বামীকে খুনের বিনিময়ে সহবাসের প্রস্তাব দিলেন তার দুই বন্ধুকে৷ তার স্বামী পার্কে ঘুরতে গেলে দুই বন্ধুকে দিয়ে স্বামীকে খুন করান ওই মহিলা৷ এরপরেই দুজনকে সহবাসের প্রস্তাব দেন তিনি৷ অভিযুক্ত মহিলা জোএন্না গ্রেবোক্সি নিজের প্রতিবন্ধী স্বামীকে জানায় যে সে তার প্রেমীকে বাড়িতে নিয়ে আসতে চায়৷ কিন্তু স্বামী এতে আপত্তি জানালে সে তার স্বামীকে খুনের পরিকল্পনা করে৷

স্বামীকে খুনের বিনিময়ে মহিলা নিজের প্রেমী ও তার বন্ধুকে  যৌন সম্পর্ক স্থাপণের প্রস্তাব দেয়৷ এরপরেই তারা দুজনে মহিলার স্বামীকে খুন করে৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলা তার মৃত স্বামীর সঙ্গে বেশ কয়েকমাস প্রেম করার পরেই বিয়ে করেছিল৷ এমনকি মহিলার পাঁচ সন্তানকেও নিজের করে নিয়েছিল মৃত স্বামী৷

ডেইলি মেলের খবর অনুযায়ী, কোর্টে শুনানির সময় জানা যায়, সে তার প্রেমীকে ফোন করে জানিয়েছিল যে তার স্বামী পার্কে ঘুরতে গিয়েছে৷ এরপরেই মহিলার প্রেমী ও তার বন্ধু পার্কে গিয়ে মহিলার স্বামীকে খুন করে৷ তারা বাড়ি ফিরে এলে মহিলার দুজনেই সঙ্গে সহবাস করে৷ অন্যদিকে মহিলার স্বামীর মৃতদেহ পার্কেই পরে থাকে৷ পার্কের অন্যান্য লোকেরা পুলিশের খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করেন৷ তদন্তে নেমে মহিলার ফোন রেকর্ড চেক করলেই পুলিশ সত্য সম্পর্কে জানতে পারে৷
স্বামীর খুনের ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত মহিলাকে ২৫ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে পুলিশ৷ এখনও তার প্রেমি ও বন্ধুর শাস্তির শুনানি হয়নি৷ অভিযুক্ত মহিলার সন্তানদের দেখাশোনা করছে প্রশাসন৷

The post নিজের শরীরের বিনিময়ে দুই বন্ধুকে স্বামীকে খুনের প্রস্তাব দিল স্ত্রী appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055