লখনউ: নয়ডাতে পুলিশ গ্রেফতার করল এমন এক ব্যক্তিকে যে কিনা নিজের স্ত্রীকেই দেহব্যবসার কাজে নামতে বাধ্য করে৷ কয়েক বছর আগে নেপালেই এই ব্যক্তির সঙ্গে বিয়ে হয় নির্যাতিতার৷ এরপর তাকে ভারতে নিয়ে আসা হয়৷ নিজের স্ত্রীকে প্রায় রোজই মারধোর করত ওই ব্যক্তি৷ আর এবার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ৷
আরও পড়ুন: স্পা-এর আড়ালে রমরমিয়ে চলছে দেহব্যবসা
কি ঘটেছিল?
সূত্র অনুযায়ী, সেক্টর ২৭-এর মামলা এটি৷ অভিযুক্ত নিতিন ৪বছর আগে ওই মহিলাকে জোর করে বিয়ে করে৷ এরপর দু’জনে নেপালেই থাকত৷ কিন্তু ২মাস আগে হঠাৎই নিতিন তার স্ত্রীকে নিয়ে ভারতে আসে৷ নয়ডার সেক্টর ২৭-এ একটি বাড়ি ভাড়া নিয়ে তারা থাকতে শুরু করে৷
আরও পড়ুন: নিজের মেয়েকে দিয়ে দেহব্যবসা করানোর অভিযোগ জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে
নির্যাতিতা পুলিশকে জানায়, নিতিন প্রায়শই তাকে মারধোর করত৷ দেহব্যবসার কাজে বারবার তাকে বাধ্য করত নিতিন৷ সে এসব করতে অস্বীকার করলেও, অভিযুক্ত তাকে জোর করতে থাকে৷ আর এই রোজ ঝামেলা চলত স্বামী-স্ত্রী-র মধ্যে৷ শেষ পর্যন্ত এই নির্যাতন থেকে মুক্তি পেতে সে পুলিশের দ্বারস্থ হয়৷
আরও পড়ুন: হোয়াটস-অ্যাপের মাধ্যমে মহিলাদের ছবি পাঠিয়ে অবাধে চলছে দেহব্যবসা!
পুলিশের বক্তব্য অনুযায়ী, নির্যাতিতা জানায়, নিতিন তাকে জোর করেই বিয়ে করেছিল৷ আর তার বক্তব্যের ওপর ভিত্তি করেই পুলিশ মামলা দায়ের করে তদন্তে নামে৷ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে৷
The post ‘রোজ রাতে আমাকে একাধিক পুরুষ ছিঁড়ে খায়’ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল