স্টাফ রিপোর্টার, মালদহ: জমি বিক্রি করতে রাজি না হওয়ায় এক ব্যক্তির স্ত্রীকে বাড়ি থেকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করল জমি মাফিয়ারা৷ মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছে মেয়েও৷
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহর হরিশচন্দ্রপুর থানা এলাকার তুলসিঘাটায়৷ গুরতর আহত অবস্থায় মা-মেয়েকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷
লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ যদিও প্রধান অভিযুক্ত রাজু শেখ পলাতক৷ ওই জমি মাফিয়ার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েচে, তুলসিঘাটার জঙ্গল লাগোয়া গ্রামে একটি পরিবারের বেশ কিছু চাষের জমি রয়েছে৷ অভিযোগ, সেই জমি ক্রয়ের জন্য ওই পরিবারের ওপর চাপ দিচ্ছিলেন রাজু শেখ৷
থানায় লিখিত অভিযোগে আক্রান্ত পরিবারের তরফে জানানো হয়, জমি বিক্রি করতে রাজি না হওয়ায় এদিন দলবল নিয়ে বাড়িতে হানা দেয় রাজু৷ বাড়ির গৃহবধূকে বাড়ি থেকে জোর করে পাশের জঙ্গলে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়৷ মাকে বাঁচাতে গিয়ে হামলাকারীদের হাতে আক্রান্ত হন ওই গৃহবধূর মেয়েও৷ তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে চলে আসায় অভিযুক্তরা পালিয়ে যায়৷
স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে মা ও মেয়েকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷
The post মালদহে বধূকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা জমি মাফিয়াদের appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল