Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন যৌনসম্পর্ক! অতঃপর…

$
0
0

গুড়গাঁও: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে, এরপরই যুবতী গর্ভবতী হলে সে পালিয়ে তার গ্রামে চলে আসে৷ মৌনপুরের খরগজিত নগরের বাসিন্দা সত্যবীর গুরগাঁওয়ে এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে প্রতারণা করে৷ যুবতী গর্ভবতী হলে যে দিল্লি থেকে পালিয়ে চলে আসে৷ তাকে খুঁজতে ওই মৌনপুরি পৌঁছে স্ত্রীয়ের সঙ্গে ওই যুবককে ধরে ফেলে যুবতী৷ যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবক হেফাজতে নিয়ে দিল্লি পুলিশকে খবর দিয়েছে৷

বরনাহাল থানার হাকিমপুর নিবাসী সত্যবীর চৌহান গুড়গাঁওয়ের একটি কোম্পানিতে চাকরি করত৷ সত্যবীর আগে থেকে বিবাহিত ছিল৷ একই কোম্পানিতে ওই যুবতীও চাকরি করত৷ চাকরির সূত্রেই তাদের আলাপ হয়৷ নিজেকে অবিবাহিত বলে সে ওই যুবতীকে বিবাহের প্রস্তাব দেয়৷ মেয়েটি রাজী হওয়ার পর তারা দিল্লির কাপসহেডা থানা এলাকায় একটি ঘর ভাড়া করে একসঙ্গে থাকতে শুরু করে৷ এরপরই যুবতী হঠাৎ গর্ভবতী হয়ে যায় এবং বিয়ের জন্য চাপ দিতে শুরু করে৷ সেসময় যুবক বাবার চিকিৎসার কথা বলে মৌনপুরি ফেরৎ চলে আসে৷ ছেলে হওয়ার পর যুবতী ফোন করে সত্যবীরকে জানায়৷ এরপর থেকে সত্যবীর ফোন ধরা বন্ধ করে দেয় এবং পুলিশে খবর দিলে যুবতীকে প্রাণে মারার হুমকি দেয়৷ এরপরই মেয়েটি সত্যবীরের বিরুদ্ধে থানায় ধর্ষণ ও প্রাণে মারার হুমকির অভিযোগ দায়ের করে৷

এফআইআরের কথা শুনে সত্যবীর নিজের মোবাইল বন্ধ করে দেয়৷ যুবতীও ছাড়বার পাত্রী নয়, সে সত্যবীরকে খুঁজতে শুরু করে৷ শুক্রবার সে তার পুত্রসন্তানকে নিয়ে মৌনপুরি আসে৷ সত্যবীরের বাড়িতে এসে সে তাকে তার স্ত্রীয়ের সঙ্গে উদ্ধার করে৷ এরপরই এসপিকে খবর দেয় ওই যুবতী৷ এসপী শ্রীকান্ত সিংয়ের নির্দেশে পুলিশ পৌঁছে সত্যবীরকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে৷ এরপর দিল্লি পুলিশকেও এই ঘটনার খবর দেওয়া হয়৷

The post বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন যৌনসম্পর্ক! অতঃপর… appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles