Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

রাজ-নেত্রীর একেবারে নগ্নছবি ফাঁস

$
0
0

হলি-বলি অভিনেত্রীদের নগ্নছবি ফাঁস হওয়া আজকাল আর কোন নতুন ব্যপার নয়৷ প্রতিনিয়তই এক আধজন সুন্দরী অভিনেত্রীর নগ্ন ছবি ছবি ফাঁস হচ্ছে ইন্টারনেটের দয়ায়৷ তবে এবার একজন রাজ-নেত্রীর নগ্ন ছবি ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইউক্রেনের লোকসভার সদস্য ওল্গা ইউল্চাকের নগ্ন ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে৷ যদিও ইউক্রেনের এই সাংসদ দাবি করেছেন তোন আইক্লাউড হ্যাকার তার ছবি চুরি করে নিয়েছে৷

৩০ বছরের ওল্গার নগ্ন ছবি প্রকাশের পর সারা ইউক্রেন জুরে বিতর্কের সৃষ্টি হয়েছে৷ কিন্তু ওল্গা জানিয়েছেন এর জন্য তিনি মোটেও লজ্জিত নন ৷ এমনকি এতে তার জীবনে কোন ফারাক পড়বে না বলেও জানিয়েছেন এই সুন্দরী সাংসদ৷ ওগ্লা পাল্টা জবাবে জানিয়েছেন, তার ওই ছবি শিল্পের প্রতীক, এতে একজন নারীকে কখথনই দমিয়ে রাখা যায়না৷

ওল্গা বলেন, ‘আদকের যুগে মহিলাদের নগ্ন ছবিকে অশ্লীল বলে মনে করা হয়৷ আমি একাট বুঝতে পারি না৷ আমার মনে হয় এটা কেবলই শিল্প৷’ তিনি আরও বলেন, এই বিশ্ব সমস্ত গুণী ব্যক্তির শিল্পকে সম্মান করে যেমন, বেল গাঁ, টিটিয়ান বা কোন শিল্পী৷ তারা নগ্নতার সৌন্দর্যকেই সামনে এনেছিলেন যার প্রশংসাও হয়েছে৷ তেব তার বেলায় এমন অন্যথা কেন হচ্ছে বলেই প্রশ্ন তুলেছেন ইউক্রেনের এই সুন্দরী সাংসদ৷

আগামী ২৬ অক্টোবর ইউক্রেনে সংসদীয় নির্বাচন হতে চলেছে৷

 

 

The post রাজ-নেত্রীর একেবারে নগ্নছবি ফাঁস appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles