মুম্বই: সাত মাসের মধ্যে দু’টি গণধর্ষণের মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে দৃষ্টান্ত স্থাপন করেছে মহারাষ্ট্র৷ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে ঠিক সেই সময়ই মহারাষ্ট্রে নারী নির্যাতনের এক চরম ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপিত হল৷ দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কেটে নেওয়া হল তরুণীর স্তন৷ ঘটনায় প্রধান অভিযুক্তও একজন মহিলা৷ রুবি নামে দেহ ব্যবসা চক্রের ওই পাণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বছর ২৪-এর নির্যাতিতা তরুণী৷ ঘটনাস্থল মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি এলাকা৷
গুজরাত থেকে পাচার হয়ে ভিওয়ান্ডির অন্ধ গলিতে এসে পড়েছিল তরুণী৷ এরপর তার উপর চাপ বাড়াতে শুরু করে রুবির সাগরেদরা৷ কিন্তু কিছুতেই রাজি করান যায়নি একরোখা মেয়েটাকে৷ ফলে চরমে পৌঁছয় অত্যাচার৷ ১৯ মার্চ আলম ও আরফাজ নামে দুই সাগরেদের সাহায্যে ওই তরুণীর স্তন কেটে নেয় রুবি৷ ঘটনার কথা জানাজানি হতে স্থানীয়রাই পুলিশে খবর দেন৷ হাসপাতালে পাঠান হয় নির্যাতিতাকে৷
চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি৷ বাকরুদ্ধ হয়ে গিয়েছেন৷ ঘটনার তদন্তকারী অফিসার রজন সাস্তে জানান, রুবিকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে৷ তার দুই সাগরেদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাসি চলছে৷
The post দেহ ব্যবসায় রাজি না হওয়ায় যুবতীর স্তনে এভাবে কোপ! appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল