জয়পুর: গোলাপি শহরে রাত রঙিন করার এক বড়সড় চক্রের সন্ধান পেল পুলিশ৷ হদিশ মিলল বড়সড় একটি সেক্স র্যাকেটের ৷ তাও আবার এক আয়কর দফতরের আধিকারিকের বাড়িতেই গড়ে উঠেছিল এই মধুচক্রের আসর৷
রাজস্তান পুলিশ সুত্রে খবর, জয়পুরে এক আয়কর আধিকারিকের বাড়িতে ভাড়ায় থাকা বেশ কয়েকজন যুবতী এই মধুচক্রের আসর গড়ে তুলেছিল৷ স্থানীয় থানার পুলিশ ওই আধিকারিকের বাড়িতে হানা দিয়ে এই সেক্স র্যাকেট কার্যত ভেঙে গুড়িয়ে দেয়৷ পুলিশি হানায় মধুচক্রের সঙ্গে জড়িত তিন যুবতী এবং এক যুবক গ্রাহককে গ্রেফতার করেছে৷ পুলিশের সুত্র বলছে, শ্যামনগরের কিষাণনগর কলোনিতে আয়কর দফতরের আধিকারিকে বাড়িটি গত ছ’মাস ধরে ভাড়া নিয়ে বসবাস করছিল ওই যুবতীরা৷
পুলিশ জানাচ্ছে, গ্রেফতার হওয়া এক যুবতী পুনম মুম্বই এবং অরবিনা খাতুন দিল্লির বাসিন্দা৷ আর এই চক্রের পাণ্ডা প্রিয়া শেঠ মূলত পালির কাছে ফালনা এলাকার বাসিন্দা৷ এই তিন যুবতীর সঙ্গে পুলিশ জয়পুরের বাসিন্দা গজানন্দা শর্মা নামে এক গ্রাহককে গ্রেফতার করেছে৷ এই অভিযানে পুলিশ প্রিয়ার হেফাজত থেকে ৫০ হাজার, পুনমের কাছ থেকে ১২ হাজার এবং অরবিনার হেফাজত থেকে ১৮ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে৷
সৌঢ়ালার পুলিশ সুপার প্রেমদান রত্নু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ জানতে পেরেছিল শ্যামনগরের ওই বাড়িতে মধুচক্রের আসর চলে৷ বাইরে গ্রাহকদের আনা হত ওখানে৷ প্রিয়া বাইরে থেকে নিত্য নতুন মেয়েদের ওই বাড়িতে হাজির করত৷ বেশ কিছুদিন ধরেই এই আসর চলছিল৷
The post খোদ আয়কর দফতরের অফিসারের বাড়িতে রমরমিয়ে চলছে সেক্স-র্যাকেট appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল