কলকাতা : শহরে ফের মধুচক্রের হদিশ মিলল৷ মঙ্গলবার রাতে বাঁশদ্রোনি এলাকার বিধানপল্লীতে এই চক্রের হদিশ মেলে৷
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়৷ ঘটনাস্থল থেকে তিনজন নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ৷ উদ্ধার হওয়া নাবালিকাদের মধ্যে একজন একাদশ শ্রেণীর ছাত্রী৷
ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদেরও৷ তাদের মধ্যে আছে ওই ফ্ল্যাটের মালিক এক দম্পতি এবং এক দালাল সহ ৩ জন৷ তাদের নাম পুর্ণ দত্ত, প্রিয়াঙ্কা দত্ত (স্বামী স্ত্রী ও ফ্ল্যাট মালিক) ও একতা শর্মা৷
The post মধুচক্রের আসর থেকে উদ্ধার ৩ নাবালিকা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল