Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

কীভাবে ৪২ বছরের মহিলা ১৫ বছরের স্কুল ছাত্রের সন্তানের মা?

$
0
0

ক্যানবেরা: অস্ট্রেলিয়ার বুলমর হেমটন শহরে এক অদ্ভূত ঘটনা সামনে এসেছে৷ এক ৪২ বছরের মহিলা ১৫ বছরের এক স্কুল ছাত্রের সন্তানের মা হলেন৷ হেলেন কার্টরাইট নামের এই মহিলা পুলিশের কাছে স্বীকার করেন যে বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি নিজের থেকে প্রায় ২৭ বছরের ছোট একটি নাবালকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন৷ তিনি এও স্বীকার করেন যে তিনি আগে থেকেই জানতেন ছেলেটি নাবালক৷

খবর অনুযায়ী মহিলার সঙ্গে নাবালকের প্রথম দিকে ফ্লার্টিয়ের সম্পর্ক ছিল৷ কিন্তু এরপর তারা একে অপরের কাছে আসে৷ ওই মহিলা গত বছর নিজের বাড়িতে ওই নাবালকের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে৷ কিছু মাস বাদে আগে থেকেই দুই সন্তানের জননী এই মহিলা গর্ভবতী হন ও নাবালকের সন্তানের জন্ম দেন৷ এখন বাচ্চাটির বসয় পাঁচ মাস৷ ছেলেটির ১৬ বছর বয়স হলে তাদের মধ্যে দূরত্ব কতমে শুরু করে৷ এই সম্পর্কের কারণেই কার্টরাইট নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন৷

এই মামলায় আদালত কার্টরাইকে দুইবছরের জেল হেফাজতের নির্দেশ দেয়৷ কিন্তু সন্তানের জন্ম দেওয়ার কারণে কোর্ট তাকে জেল থেকে মুক্তি দেয়৷ মহিলাকে দোষী সাব্যস্ত করে আদালত তাকে ১০ বছরের জন্য সেক্স অফেন্ডিংয়ের তালিকায় ফেলেছেন৷ এছাড়াও পুলিশকে নির্দেশকে নির্দেশ দেওয়া হয়েছে তার উপর কয়েকবছর নিয়মিত নজর রাখার জন্য যাতে সে এই ধরনের কাজে ফের লিপ্ত হতে না পারে৷ মামলা পুলিসের কাছে পৌঁছানোর পর মহিলা নাবালকের সঙ্গে দেখা-সাক্ষাৎ বন্ধ করে দিয়েছিলেন৷ কিন্তু ফের তারা দুজনে তাদের সন্তানকে নিয়ে একসঙ্গেই রয়েছেন৷

 

 

The post কীভাবে ৪২ বছরের মহিলা ১৫ বছরের স্কুল ছাত্রের সন্তানের মা? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles