স্টাফ রিপোর্টার, কলকাতা: এলাকায় রয়েছে সাধারণের বসবাস। বেশ ভদ্র পরিবেশ। সেই এলাকাতেই রয়েছে ঝাঁ চকচকে সেলুন। সেই সেলুনের আড়ালেই রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। যার পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ।
মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে পাটুলি থানা এলাকার ওই সেলুন থেকে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে ১০ জন যৌন কর্মী। অপর তিনজন হল অসিত দাস, সুদীপ ঘোষ এবং সানুয়াজ খান।
আরও পড়ুন- আপত্তিকর অবস্থায় মধুচক্রের আসর থেকে চারজনকে ধরল পুলিশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ বছর বয়সী অসিত দাস সেলুনের মালিক। অপর দুই ধৃত ব্যক্তি সুদীপ ঘোষ(২৯) এবং সানুয়াজ খান(২৩) ওই মধুচক্রের খদ্দের। সেলুনের কর্মী হিসেবেই নিয়োগ করা হয়েছিল মহিলা যৌনকর্মীদের। ইদানিংকালে সেলুনে মহিলা কর্মী রাখার চল বেড়েছে। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে মধুচক্রের কারবারিরা। মহিলা যৌন কর্মীদের দেখে আপাতভাবে মনে হতো তারা সেলুনের স্বাভাবিক কর্মী। আসলে যে ওই মহিলারা যৌনকর্মী তা বাইরে থেকে বোঝা যেত না।
আরও পড়ুন- মধুচক্রের আসর থেকে হাতেহাতে ধরা পড়েন মধ্যমণি এই সাত অভিনেত্রী
সু-উপায়ে খদ্দের ডেকে নিয়ে সেলুনের ভিতরেই বসতো মধুচক্রের আসর। সেলুনের পর্দার আড়ালে লেনদেনের ক্ষেত্রেও কোনও প্রকার সমস্যা হতো না। কিন্তু তাল কাটল পুলিশের সক্রিয়তায়। ফাঁস হয়ে গেল মধুচক্রের কারবার। সেই সঙ্গে ধড়া পড়ল মধুচক্রের মাথা সহ ১০ জন মহিলা। যারা সকলেই যৌনকর্মী। শুধু তাই নয়, চক্রে মধুর স্বাদ নিতে আসা দুই খদ্দেরকেও গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে।
বিউটি পার্লার, ম্যাসাজ পার্লার বা সেলুনের আড়ালে মধুচক্রের কারবার শহরে নতুন কিছু নয়। এর আগে বহুবার পুলিশের জালে ধরা পড়েছে এই চক্র। দৈনিক সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে আহ্বান জানানো হয় খদ্দেরদের। এই নিয়ে পুলিসের কাছে অভিযোগও জমা পড়েছে একাধিকবার। অনেকে গ্রেফতারও হয়েছে। তবুও যে টনক নড়েনি তা প্রমাণ করল পাটুলির এই ঘটনা।
আরও পড়ুন- মধুচক্রের পর্দা ফাঁস: তৃণমূল নেতার বাড়ি থেকে গ্রেফতার ১৬ যুবতী
ফ্রেন্ডশিপ ক্লাবের মাধ্যমেও আবার যৌনতার আসরে আহ্বান জানাতে দেখা গিয়েছে। সেক্ষেত্রে খুব সুন্দর উপায় অবলম্বন করে মধুচক্রের কারবারিরা। বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করলে একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। সেই অ্যাকাউন্টে টাকা জমা করতে বলা হয় খদ্দেরদের। টাকা জমা করে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ উঠেছে বেশ কয়েকবার। কিন্তু পুলিশের অনুমান, এক্ষেত্রে অনেকেই প্রতারিত হয়ে লজ্জায় পুলিশের কাছে অভিযোগ জানায় না। সেই কারণে এই চক্রগুলি বেশ মাথাচাড়া দিয়েছে। কোনও অভিযোগ না জমা পড়লে পুলিশ সবসময় ব্যবস্থাও নিতে পারে না। যেটাকে হাতিয়ার করেই কারবার চালাচ্ছে অসাধু ব্যক্তিরা।
The post সেলুনের আড়ালে মধুচক্রের পর্দা ফাঁস করল পুলিশ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল