Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

জানেন ছাত্রীকে কেন নগ্ন হয়ে আসতে বললেন এই অধ্যাপক?

$
0
0

এলাহাবাদ:  আইটির অ্যাসোসিয়েট প্রফেসর সিবিএস শিবা প্রসাদ এমটেকের দ্বিতীয় বর্ষের ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করলেন৷ উত্তর প্রদেশের এলাহাবাদে এমনই নিন্দনীয় ঘটনা ঘটেছে৷ এই অধ্যাপক বহুদিন ধরেই ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরন করেছেন৷ তিনি ছাত্রীকে শারীরিক সম্পর্ক তৈরির জন্য চাপ দিতেন।  এমন কি তার নগ্ন ছবি আঁকার কথা বলতেন৷ এই শিক্ষক বেশ কয়েকবার ওই ছাত্রীকে নগ্ন হয়ে তার সামনে আসতে বলতেন যাতে তিনি ছাত্রীর নগ্ন ছবি আঁকতে পারেন৷

ছাত্রী ওই অধ্যাপকের বিরুদ্ধে পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছন৷ ছাত্রী জানিয়েছেন, শিব প্রসাদ ছাত্রীকে তার ঘরে নিজের পাশে বসিয়ে বারবার তার পিঠ ও হাত ছোঁয়ার চেষ্টা করত৷ মেয়েটি অসম্মতি জানালে শিব প্রসাদ ছাত্রীকে তার জীবন খারাপ করে দেওয়ার হুমকিও দেয়৷ শিব প্রসাদ গত ২৯ মে দিল্লি যাওয়ার আগে ছাত্রীকে বলে যায় পরীক্ষায় পাশ করতে হলে সে যেন তার ‘মাইন্ড প্রিপেয়ার’ করে রাখে৷

অ্যাসোসিয়েট প্রফেসর শিবা প্রসাদের এই ব্যবহার ওই ছাত্রী সারা বছর ধরে সহ্য করতে থাকে৷ তার অভিযোগ, প্রফেসর তাকে পাশে বসিয়ে বারবার পিঠে হাত দিত৷ ইচ্ছে করে পেন, কাগজ মাটিতে ফেলে তাকে তুলতে বলত, যখন সে নিচু হয়ে সেগুলি তুলত তখন প্রসেফর খারাপ নজরে তাকে দেখত৷ ছাত্রী তার অভিযোগে জানিয়েছে, শিব প্রসাদ শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য তাকে বিভিন্ন রকমের প্রলোভন দেখাত৷ পরীক্ষায় ভাল নম্বর দেওয়া ছাড়াও বিদেশে ঘুরতে নিয়ে যাওয়া, দামী উপহার দেওয়ার কথাও বলত৷ ছাত্রী অস্বীকার করলে প্রফেসর হুমকি দিয়ে বলে প্রজেক্ট করার নামে সে তাকে দিল্লিতেও নিয়ে যেতে পারে৷ বাঁচার জন্য ছাত্রী নিজের প্রজেক্ট শেষ করলে প্রফেসর তাকে আবার একটি প্রজেক্ট দিয়ে দেয়৷ প্রফেসর তাকে বলে, সে তাকে ততদিন কোথাও যেতে দেবে না যতদিন না সে তার ইচ্ছেপূরণ করে৷ ২৯ মে প্রফেসররের হুমকির পর ৩০ মে ছাত্রী কলেজের নির্দেশককে চিঠি লিখে এই ঘটনার কথা জানায় ও নিজের সুপারভাইজার বলদ করার অনুরোধ জানায়৷ ছাত্রীর অভিযোগ শিব প্রসাদ এর আগেও অনেক ছাত্রীকে বিরক্ত করেছে৷


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles