কলকাতা : রাতের শহরে ফের ধর্ষণের অভিযোগ উঠল৷ এবার ঘটনাস্থল কলকাতার এন্টালি থানা এলাকা৷ শনিবার ওই থানায় নির্যাতিতা তরুণী অভিযোগ দায়ের করেন৷ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তর নাম গুরুপদ পোদ্দার৷ বছর ৫০-এর ওই প্রৌঢ় এন্টালি থানা এলাকার বাসিন্দা৷ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন যিনি, সেই তরুণী তাঁর বাড়ির পাশেই থাকেন৷ বছর সাতাশের ওই তরুণীর দাবি, প্রতিবেশী হওয়ার দরুন তাঁরা একে অপরকে চিনতেন৷ আর সেই সুযোগে তাঁকে ওই প্রৌঢ় ধর্ষণ করে৷
স্থানীয়দের দাবি, ওই তরুণী এন্টালির স্থায়ী বাসিন্দা নন৷ সেখানে ভাড়া থাকেন৷ তাঁর সঙ্গে তাঁর মা-বাবাও থাকেন৷ মা পরিচারিকার কাজ করেন৷ বাবাও কাজ করেন অন্যত্র৷ প্রতিদিনই ওই তরুণীর মা-বাবা সকালে বেরিয়ে যান৷ শনিবার সকালেও তাঁরা বেরিয়ে গিয়েছিলেন রোজকার মতো৷ তার পর যখন বাড়িতে একা ছিলেন ওই তরুণী, তখনই সেখানে গুরুপদ হানা দেয় বলে অভিযোগ৷
নির্যাতিতা তরুণীর দাবি, প্রতিবেশী হওয়ায় প্রথমে তিনি কোনও সন্দেহ করেননি৷ কিন্তু কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন যে গুরুপদ সেখানে অসৎ উদ্দেশ্যে হাজির হয়েছে৷ ফলে তখন তিনি গুরুপদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন৷ কিন্তু বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে জোর করে ঘরে ঢুকে পড়ে গুরুপদ৷ তাঁকে খুনের হুমকি দেয়৷ তার পর তাঁকে ধর্ষণ করে৷ তরুণীর অভিযোগ, কাউকে কিছু জানালে ফল ভাল হবে না বলেও হুমকি দিয়ে যায় সে৷ এর পর সে এলাকা ছেড়ে চলে যায়৷ সন্ধ্যার পর সেখানে ফিরে আসে৷
এদিকে মা-বাবা কাজ থেকে ফিরলে ঘটনার কথা জানান মেয়েটি৷ তার পর পরিজনদের সঙ্গেই তিনি হাজির হন এন্টালি থানায়৷ গুরুপদ পোদ্দারের বিরুদ্ধে খুনের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন৷ পুলিশ জানিয়েছে, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ দায়ের হওয়ায় সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়৷ নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানোর ব্যবস্থা করা হয়৷ ঘটনাস্থলে গিয়ে ধরা হয় গুরুপদকে৷
The post তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী প্রৌঢ় appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল