ইসলামাবাদ: যৌন উৎপীড়নের বিরুদ্ধে যেখানে দেশ-বিদেশে সরব হচ্ছে অনেকেই, সেখানে পাকিস্তানের এই ঘটনা যেন ফের একবার তার ভয়ঙ্কর দিকটি তুলে ধরল৷ মাদ্রাসায় মৌলবীদের যৌন উৎপীড়নের শিকার ছোট ছোট শিশুরা৷ এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷ পাকিস্তানের কওসর পরভীনের ৯ বছরের ছেলের সঙ্গে যে ঘৃণ্য ঘটনা ঘটেছে তা শুনে শিউরে উঠবে প্রত্যেকে৷ তার শিক্ষক মৌলবীই তাকে ধর্ষণ করে বলে জানা যায়৷
কি ঘটেছিল?
এক সংবাদ সংস্থা পাকিস্তানে মাদ্রাসাগুলিতে যৌন শোষণের ওপর রিপোর্ট তৈরি করছে বলে জানা যায়৷ কওসর পরভিনের ছেলের সঙ্গেও এই বিষয়ে কথা বলে পাকিস্তানের এই সংবাদ সংস্থা৷ তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা জানাতে গিয়ে কেঁদে ফেলে সে৷ ছেলের রক্তে ভেজা প্যান্টের কথা মনে করে কেঁদে ফেলেন কওসরও৷ তিনি জানান, কহরোর পক্কার কাছে একটি মাদ্রাসাতে তাঁর ছেলে পড়তে যেত৷ সেখানে মাত্র দুটিই ঘর ছিল৷ এপ্রিল মাসে যখন তার ছেলে মাঝরাতে জেগে ওঠে তখন সে দেখে তাকে যে মৌলবী পড়াতো, সে তারই বিছানায় শুয়ে রয়েছে৷ সে মৌলবী দেখে ভয়ে আড়ষ্ট হয়ে যায়৷
সেই মৌলবী জোর করে তার শার্ট ওপরে তুলে নিচের পোশাকও খুলে দেয়৷ তার মুখ বেঁধে তার ওপর যৌন নির্যাতন করতে থাকে৷ ব্যাথায় সে কাঁদতে থাকলেও সেই মৌলবী তার দুষ্কর্ম করা থেকে বিরত হয়নি৷ আর এই ঘটনার বিবরণ দিতে গিয়ে শিশুটি জানায়, তাকে সেই মৌলবী ধর্ষণও করেছে৷ যেখানে যৌন নির্যাতন নিয়ে প্রতিবাদে নামছে নির্যাতিতরা, সেখানেই এক পাক মন্ত্রীর মতে, মাদ্রাসায় এমন ঘটনা প্রায়ই ঘটে৷ খুব সাধারণ বিষয় এটি৷ এইসব বিষয় প্রকাশ্যে নিয়ে আসা বিপজ্জনক হতে পারে৷
The post ‘আমি কাঁদছিলাম, আর সে আমার মুখ বেঁধে অত্যাচার করছিল’ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল