বেঙ্গালুরু: স্বামীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ আনলেন স্ত্রী। দিনের পর দিন যৌন ক্রীতদাসীর উপর অত্যাচার করা হত তাঁর উপর। এমনকি নিজের মেয়েকেও যৌন হেনস্থা করতে ছাড়ত না বিকৃতকাম ওই ব্যক্তি। এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বামীকে। তাকে জামিন দেয়নি কর্ণাটক হাই কোর্ট।
বৃহস্পতিবার কর্ণাটক হাই কোর্টে এই মামলার শুনানি ছিল। আর সেখানে স্ত্রী’র ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনে শিউরে উঠেছেন সবাই। তিনি জানিয়েছেন, স্বামীর হাতে যৌনদাসী হয়েছিলেন তিনি। তাঁর ‘সেক্স ম্যানিয়াক’ স্বামী প্রত্যেকদিন যৌন মিলনে বাধ্য করত তাঁকে। ১১ বছর আগে বিয়ে হয় দু’জনের। বেঙ্গালুরুতে থাকেন এই দম্পতি।
অভিযোগকারিনী আরও জানিয়েছেন, মেয়ের সামনে যৌন সঙ্গমে বাধ্য করা হত তাঁকে। দিনের পর দিন চলত অত্যাচার। এমনকি তাঁদের শিশুকন্যাকে হেনস্থা করতে ছাড়ত না তাঁর স্বামী। নিজের যৌন চাহিদা মেটাতে সমকামী সম্পর্কেও ওই ব্যক্তি জড়িত ছিল বলে জানিয়েছেন ওই মহিলা। স্ত্রী থানায় গিয়ে অভিযোগ জানালে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। স্ত্রী’র উপর অত্যাচার, ধর্ষণ, অপরাধ ও POCSO আইন অর্থাৎ শিশুকে হেনস্থার মামলায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
The post মেয়ের সামনে যৌন ক্রীতদাসের মত স্ত্রী’কে অত্যাচার করত স্বামী appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল