Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

লজ্জা! যুবতীকে ধর্ষণ করে স্বামীকে পাঠানো হল সেই ভিডিও

$
0
0

বেঙ্গালুরু: কর্ণাটকে কোলর জেলার শ্রীনিবাসপুরে এক ২৫ বছর বয়সী যুবককে এক যুবতীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে৷ নিজের দুই বন্ধুর সামনে ওই যুবতীকে ধর্ষণ করে সেই ভিডিও যুবতীর স্বামীকে পাঠিয়ে দেয় তারা, যার জেরে নির্যাতিতার তালাক হয়ে যায়৷

এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনার কথা তখনই প্রকাশ্যে আসে যখন সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মহিলাকে ব্ল্যাকমেল করতে থাকে সেই যুবক৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ শ্রীনিবাসপুরের সাব-ইনস্পেকটর বি.আক জগদীশের মতে, অভিযুক্ত আরিফের সহ্গে এই ঘটনায় তার বন্ধু তওসিফ এবং সৈয়দও যুক্ত ছিল৷ এই তিনজন একটি কার পেন্টিং গ্যারেজে কাজ করে৷

আরও পড়ুন: ধর্মনগরীর গেস্ট হাউস থেকে অশ্লীল অবস্থায় যুবক-যুবতিদের ধরল পুলিশ

২০১২সালে আরিফ প্রতিবেশী ওই যুবতীকে একটি নিরিবিলি স্থানে নিয়ে যায়৷ সেখানে তাকে জুসের সঙ্গে নেশার ওষুধ মিশিয়ে খাইয়ে দেওয়া হয়৷ তার পরেই তাকে ধর্ষণ করা হয়৷ নির্যাতিতা সমগ্র ঘটনা তার পরিবারকে জানালে অভিযুক্তের থেকে যুবতীকে দূরে থাকার পরামর্শ দেয় পরিবার এবং এই বিষয়টি ধামাচাপা দিয়ে দেওয়া হয়৷

প্রসঙ্গত, ২০১৫ সালে ওই যুবতীর বিয়ে হয় হায়দরাবাদের এক মেকানিকের সঙ্গে৷ তার স্বামীর ফোন নম্বর জোগাড় করে তার স্ত্রীর অশ্লীল ছবি পাঠিয়ে ধর্ষণ করার হুমকি দিলে তা অগ্রাহ্য করে মহিলার স্বামী৷ তারপরেই তাকে ধর্ষণের ভিডিও পাঠিয়ে দেওয়া হয়৷ যা দেখার পর স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়৷ এরপরেও আরিফ নির্যাতিতাকে উত্যক্ত করতে থাকে, বাধ্য হয়েই পুলিশের স্মরণাপন্ন হতে হয় মহিলাকে৷

The post লজ্জা! যুবতীকে ধর্ষণ করে স্বামীকে পাঠানো হল সেই ভিডিও appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles