Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

সিনেমাহলের মধ্যে দলিত কিশোরীকে গণধর্ষণ

$
0
0

লখনউ: নির্ভয়াকাণ্ডের প্রতিফলন একবার ফের উত্তরপ্রদেশের মীরাটে৷ দলিত সম্প্রদায়ের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে৷ মামলা দায়ের করে দুই অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ৷ ওই কিশোরীকে ফোন করে তার সঙ্গে আলাপ জমায় ওই অভিযুক্তেরা৷ তারপর বন্ধুত্ব করে তাকে সিনেমাহলে নিয়ে গিয়ে সেখানেই একের পর এক ধর্ষণ করে তারা৷

পুলিশের বক্তব্য অনুযায়ী, মীরাটে শোভাপুরের বাসিন্দা ওই দলিত কিশোরী, তার মা-বাবার মৃত্যুর পর হস্তিনাপুরের গ্রামে তার দিদির সঙ্গে থাকছিল৷ দু’মাস আগে তার ফোনে একটি মিসড কল আসে৷ ফোনের মাধ্যমেই যুবতীর সঙ্গে বন্ধুত্ব করে এক যুবক৷ দু’মাস পরে দেখা সাক্ষাৎও শুরু হয়৷

পড়ুন: লিভ-ইন পার্টনারকে প্রেমের বদলে ধর্ষণ! বিস্তারিত জানলে চমকে যাবেন

অভিযুক্ত গত মঙ্গলবার কিশোরীকে শপিং করার অজুহাতে ডেকে পাঠায়৷ সেখানে কিছু কেনাকাটার পরে তাকে সিনেমাহলে নিয়ে যায় ওই যুবক৷ সেখানে আগে থেকেই সিনেমার টিকিট নিয়ে অপেক্ষা করছিল যুবকের এক বন্ধু৷ সিনেমা শুরু হওয়ার আগে ওই কিশোরীকে নিয়ে হলে ঢুকে পড়ে দুই যুবক৷ সেখানে তাকে ধর্ষণ করা হয়৷ কিশোরী বাধা দিতে গেলে তাকে মারধোর করা হয়৷ এই ঘটনা কাউকে জানালে নির্যাতিতার প্রাণনাশেরও হুমকি দেয় তারা৷ নির্যাতিতাকে এরপর বাইকে করে ছেড়ে দিয়ে আসে দুই অভিযুক্ত৷

সমগ্র ঘটনা পুলিশকে জানায় ওই কিশোরী৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ মুজফ্ফর নগর আড্ডার কাছে আমীরুদ্দিন এবং ওয়াসিম নামের ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ চলছে তদন্ত৷

The post সিনেমাহলের মধ্যে দলিত কিশোরীকে গণধর্ষণ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles