নয়াদিল্লি: পুলিশের জালে ধোনি৷ ক্রিকেটার বিজয়কুমার এই নামেই বেশি পরিচিত৷ ২০১১ সাল পর্যন্ত জেলা স্তরে ক্রিকেট খেলেন তিনি৷ মহেন্দ্র সিং ধোনিকে দেখে প্রভাবিত হয়েই তাঁর মতো হেয়ারস্টাইলও করেন তিনি৷ এই জন্যই ক্লাব ক্রিকেট সার্কিটে তিনি ধোনি নামেই জনপ্রিয় ছিলেন৷ তবে দিল্লি টিমে তিনি জায়গা না পেয়ে গ্যাংস্টার গৌরব ঝরেডার গ্যাং-এ নাম লেখান৷
পড়ুন: shameful! দেশের মাটিতে দাঁড়িয়েই ধোনি শুনলেন পাক বন্দনা
হিন্দুস্তান টাইমস্-এর খবর অনুযায়ী, গৌরব ঝরেডার গ্যাং দিল্লিতে নানা কাণ্ডের জন্য কুখ্যাত৷ পুলিশ সূত্রের খবর, বিজয় ওরফে ধোনিকে রবিবার দ্বারকা থেকে গ্রেফতার করা হয়৷ তার ওপর ২০১৬ সালের একটি খুনের ঘটনায় ধোনি যুক্ত৷ এই ঘটনায় তার সঙ্গে তার বড় ভাই বিশালও জড়িয়ে বলে জানা গিয়েছে৷
পড়ুন: প্রাক্তন প্রেমিক ধোনিকে নিয়ে কেন এ কথা বললেন রাই?
দ্বারকার ডিসিপি শিবেশ সিং-এর মতে, ২০১১ সাল পর্যন্ত বিজয় ক্রিকেট খেলতেন এবং বড় চুলের জন্য তাঁকে ধোনি বলা হত৷ তবে তার আর্থিক পরিস্থিতি ভালো ছিল না৷ বহুবার চেষ্টা করেও দিল্লি টিমে নিজের জায়গা করতে পারেনি বিজয়৷ তাই তার দাদার পথই অবলম্বন করে সে৷
পড়ুন: ৪৩০০০ বেতনে চাকরি করতেন ধোনি!
পুলিশ সূত্রের খবর, বিজয় এবং তার দাদা নিজেদের সঙ্গী সাথীদের নিয়ে ২০১৬ সালের ১৭ জুলাই এক ব্যাক্তিকে লোহার রড এবং বেল্ট দিয়ে মেরে খুন করে৷ গত বছর থেকেই তারা আত্মগোপন করেছিল এবং বারবার নিজেদের মোবাইল নম্বর পরিবর্তন করেছিল৷
The post খুনের অভিযোগে গ্রেফতার ক্রিকেটার ‘ধোনি’ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল