ক্যালিফোর্নিয়া: পেশায় ছিলেন পর্ন স্টার৷ অভাব ছিল না টাকা পয়সার৷ কিন্তু কাল হল মাদক সেবন৷ সেই মাদক সেবনই ডেকে এল মৃত্যু বিখ্যাত পর্ন স্টার ইউরি লুভের৷ সূত্রের খবর৷
৩১বছর বয়সী সুন্দরী ইউরি দীর্ঘদিন ধরেই এই পেশায় যুক্ত ছিলেন৷ অভাব ছিলনা কোনও ক্লায়েন্টের৷ টাকা পয়সার কোনও অভাব ছিল না তাঁর৷ বুধবার গভীর রাতে বাড়ি ফিরেছিলেন তিনি৷ বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না বলে সন্দেহ হচ্ছিল আবাসনের অন্যান্য বাসিন্দাদের৷ এরপর বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকি করার পরও সাড়া না পেয়ে অবশেষে পুলিশ স্টেশনে খবর দেন তারা৷ এরপর ক্যালিফোর্নিয়ায় তাঁর নিজের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ইউরির নিথর দেহ৷ পুলিশ সূত্রে খবর, অতিরিক্ত মাদক সেবনই দায়ী এই মৃত্যুর জন্য৷
তবে, এই পর্ন স্টারের পোশাকি নাম ইউরি লুভ৷ তাঁর আসল নাম ইউরিজান বেলট্রান৷ ইউরিজানের অফিসের এক সহকারি কর্মী জানিয়েছেন, তাঁর বিছানার সামনে থেকেই উদ্ধার হয়েছে মাদক৷ পুলিশ এই ঘটনাটির তদন্ত করলেও পুলিশ কিছুটা হলেও নিশ্চিত যে, এই মৃত্যুর পিছনে আত্মহত্যা কিংবা খুনের কোনও প্ররোচনা নেই৷ বেশী মাত্রায় মাদক গ্রহণের নেশাই তাঁকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে৷
The post রহস্য বাড়িয়ে ফ্ল্যাটের মধ্যে মিলল বিখ্যাত এই পর্ণস্টারের মৃতদেহ! appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল