Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

ধিক্কার! ‘আঙ্কলে’র লালসার শিকার ৬বছরের শিশুকন্যা

$
0
0

চন্ডীগড়: নির্ভয়া কান্ডের ৫ বছর পরেও নির্ভয়াদের সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে৷ নারী সুরক্ষার দিকে জোর দিলেও তার ফাঁক গলে একের পর এক ধর্ষণের মতো ঘৃণ্য, নৃশংস কান্ড হয়েই চলেছে৷ ফের একবার ফরিবাদাবাদের ঘটনা যেন সেই দিকেই আঙুল তুলে দিল৷ ফরিদাবাদের বল্লভগড় সিটি থানা এলাকায় ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করল তারই প্রতিবেশী আঙ্কল৷

সূত্রের খবর, প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত৷ তারপর তাকে ধর্ষণ করে৷ খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ নির্যাতিতা শিশুর বয়ান নিয়ে অভিযুক্তকে আদালতে তোলা হবে৷ বর্তমানে নির্যাতিতার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়৷

পড়ুন: মধুচক্রে নেপাল থেকে আনা হয় মহিলাদের! এরপর…

জানা যায়, নির্যাতনের ঘটনা শিশুটি নিজের পরিবারকে জানায়, যার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে৷ শিশুটির মেডিক্যাল টেস্টও করা হয়েছে৷ তবে এখনই নির্যাতিতা বয়ান দেওয়ার মতো অবস্থায় নেই৷

উল্লেখ্য, শনিবার নির্ভয়াকান্ডের পাঁচ বছর পূর্ণ বয়৷ যে ঘটান সমগ্র দেশে ঝড় তুলে দিয়েছিল, নড়ে চড়ে বসেছিল পুলিশ-প্রশাসন-আমজনতা সকলেই৷ সেই ঘটনার পাঁচ বছর পরেও মেয়েদের এমন ঘৃণ্য ঘটনার মুখোমুখি হতে হচ্ছে যা অত্যন্ত লজ্জার, মর্মান্তিক৷ মহিলাদের নিরাপত্তা দিতে কি তাহলে ব্যর্থ প্রশাসন, প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে৷

The post ধিক্কার! ‘আঙ্কলে’র লালসার শিকার ৬বছরের শিশুকন্যা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles