Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

$
0
0

লখনউ : ক্লাস ইলেভেনের এক ছাত্রী অপহরণ ও গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তরপ্রদেশের হাতরস জেলার সহপাউ থানা এলাকায়৷ ওই ছাত্রীর পরিবার জেলা পঞ্চায়েতের এক সদস্য ও তার চার সহযোগীর বিরুদ্ধে অভিযোগ এনেছে৷ অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে পুলিশ৷

জানা গিয়েছে, নির্যাতিতা কোনবালির সাহাপাউ থানা এলাকার একটি স্কুলে পড়াশোনা করত৷ অভিযোগ, স্কুল থেকে ফেরার পথে তাকে জেলা পঞ্চায়েতের ওই সদস্য তার সঙ্গীদের সঙ্গে তাকে অপহরণ করে৷ মেয়েটিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়৷ এরপর তাকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়৷

পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রীর অবস্থা ক্রমশ অবনতি হতে থাকায় তাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গ্রামে পাশে ফেলে দেওয়া হয়৷ গুরুতর আহত অবস্থায় নির্যাতিতা তার বাড়ি পৌঁছয়৷ পরিবারকে সব কথা জানায়৷ এরপরই ওই ছাত্রীর পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ পুলিশ আধিকারিক অরবিন্দ কুমার জানিয়েছেন, পুলিশ অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে৷ বাকিদের সন্ধানে তল্লাশি চলছে৷ নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে৷

এছাড়া সম্ভল জেলাতেও এক নাবালিকাকে নির্যাতনের খবর সামনে এসেছে৷ তার বয়স ১৫ বছর৷ টেলিভিশন ধারাবাহিকে সুযোগ দেওয়ার জন্য তাকে মুম্বই নিয়ে যাবে বলে ওই নাবালিকাকে জানায় অভিযুক্ত৷ কিন্তু মুম্বইয়ের পরিবর্তে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ৷ সেখানে তার উপর চলে নির্যাতন৷ এই নিয়েও পুলিশে একটি অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷

The post পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles