মুম্বই: হাইপ্রোফাইল সেক্স র্যাকেটের পর্দাফাঁস করল মুম্বই পুলিশ৷ সমাজসেবা শাখার সঙ্গে যৌথ উদ্যোগে সোমবার গভীর রাতে তল্লাশি চালিয়ে মধুচক্রের পর্দাফাঁস করে পুলিশ৷ ঘটনাস্থল থেকে দুজন মডেলকে উদ্ধার করা হয়েছে৷ ঘটনায় এক এজেন্টকে গ্রেফতার করা হয়েছে৷ তাকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
জানা গিয়েছে, সমাজসেবা শাখার আধিকারিকরা খবর পয়েছিলেন, মুম্বইয়ে গোরেগাঁও এলাকায় দেহব্যবসার জন্য মডেলদের মিয়ে যাওয়া হবে৷ খবর পাওয়া মাত্রই পুলিশ আধিকারিকরা জাল বিছিয়ে অভিযুক্তদের হাতেনাতে গ্রেফতার করে ওবেরয় মলের নিচে একটি গাড়ি থেকে দুই মডেলকে উদ্ধার করা হয়৷
ইম্মরাল ট্রাফিক প্রিভেশন অ্যাক্ট ও দেহব্যবসার বিভিন্ন ধারায় স্বতঃপ্রণদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ৷
The post মুম্বইয়ে হাইপ্রোফাইল সেক্স র্যাকেটের পর্দাফাঁস appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল