Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

মাদক পাচার রোধে বড় সাফল্য পেল সিআইডি

$
0
0

স্টাফ রিপোর্টার, কলকাতা: বিপুল পরিমাণ হেরোইন সহ ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। মঙ্গলবার এক বিশেষ অভিযান চালিয়ে মুর্শিদাবাদের লালগোলা থেকে ২ কেজি ৯৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আরও পড়ুন- প্রবল প্রশাসনিক প্রতিকূলতার সামনে পূর্ব বর্ধমান

এত বিপুল পরিমাণ হেরোইন বা মাদক এই রাজ্য থেকে শেষ কবে উদ্ধার হয়েছে তা মনে করতে পারছে না সিআইডি কর্তারাও। সাম্প্রতিককালে একাধিক জায়গায় অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ মাদক উদ্ধার করে নার্কো কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। যদিও সেই সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে মুর্শিদাবাদের লালগোলায় সিআইডির মঙ্গলবারের অভিযান। সিআইডি-র পক্ষ থেকে জানানো হয়েছে যে এদিন উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে জল মাপতে আসরে নামলেন অভিষেক

উপযুক্ত তথ্যের উপর ভিত্তি করে স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে এদিন লালগোলায় অভিযানে নামে সিআইডি। সেই অভিযানেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ হেরোইন। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে এই পাচারচক্রের মূল পাণ্ডাকে। ধৃত ব্যক্তির নাম আব্দুল সুকুর। ৩৮ বছর বয়সী ওই অভিযুক্ত লালগোলার লস্করপুরের মৃদাপুরের বাসিন্দা।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। এদিনের উদ্ধার হওয়া হেরোইন বিহার থেকে মালদহ হয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল ধৃত আব্দুলের। আরও হানা গিয়েছে, ধৃত আব্দুলের এক ভাই মাদক পাচারের বড় কারবারি ছিল। এনসিবি-র এক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় তাকে। তারপরেই মাদক পাচারের কারবার শুরু করে আব্দুল।

আরও পড়ুন- নোয়াপাড়ায় সিং পরিবারের বিরুদ্ধে মুকুলের ভরসা বাঙালিরা

লালগোলা থানায় আব্দুল সুকুরের নামে অভিযোগ দায়ের হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে। এই চক্রের জাল কতদূর বিস্তৃত তা জানতে জেরা করা হচ্ছে আব্দুলকে। রাজ্যের কোথায় কোথায় এই চক্রের জাল বিস্তার লাভ করেছে তা জানতে আব্দুলকে কলকাতায় নিয়ে এসে জেরা করবে সিআইডি।

The post মাদক পাচার রোধে বড় সাফল্য পেল সিআইডি appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Latest Images

Trending Articles



Latest Images