গুরুগ্রাম: গলার স্বর শুনে ধর্ষককে চিনে ফেলল এক দৃষ্টিহীন কিশোরী৷ বেগতিক দেখে পালিয়ে যায় অভিযুক্ত ধর্ষককারী৷ তবে পালিয়েও শেষ রক্ষা হয়নি৷ পুলিশের জালে ধরা পড়ে যায় অভিযুক্ত ব্যক্তি৷
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম সনোজ কুমার৷ তার বিরুদ্ধে পসকো আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ জানা গিয়েছে, দশ দিন আগে বাড়িতে একা পেয়ে ১১ বছরের দৃষ্টিহীন কিশোরীকে ধর্ষণ করে ওই ব্যক্তি৷ একদিন বাড়িতে একটি কন্ঠস্বর শুনে হঠাৎই চমকে যায় কিশোরী৷ বুঝতে পারে ধর্ষককারী বাড়িতেই আছে৷ সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে৷ ভয়ে আঁতকে ওঠে ওই ব্যক্তিও৷ অবস্থা বুঝে পালিয়ে যায় সে৷ তবে পালানোর আগে পুলিশকে না জানানোর জন্য শাঁসিয়ে দিয়ে যায়৷
তবে ওই ব্যক্তির হুমকিকে পাত্তা না দিয়ে রেওয়ারি থানায় অভিযোগ জানিয়ে আসেন কিশোরীর মা৷ লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে৷ কিশোরীর মা জানিয়েছেন, ২০দিন আগে কাজের সন্ধানে তারা ঝাড়খন্ড থেকে দেরাদুন আসে৷
গত ১১ ফেব্রুয়ারি মেয়েকে সঙ্গে নিয়ে এক আত্মীয়ের বাড়ি যায়৷ সেখানে মেয়েকে একা রেখে তারা চলে যান৷ এক ঘন্টা পর তারা ফিরে এসে দেখেন মেয়ে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে৷ জিজ্ঞাসা করা হলে জানা যায় এক ব্যক্তি তাকে ধর্ষণ করে৷
এরপর পরিবারের তরফ থেকে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়৷ কিন্তু নির্যাতিতা দৃষ্টিহীন হওয়ায় পুলিশ ঘটনার কোন কিনারা করতে উঠতে পারেনি৷ এদিকে সোমবার অভিযুক্ত ব্যক্তি ওই কিশোরীর বাড়ি যায়৷ তখনই তার গলার স্বর শুনে তাকে চিনতে পারে৷
The post গলার স্বর শুনে ধর্ষককে ধরিয়ে দিলেন দৃষ্টিহীন কিশোরী appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল