নয়াদিল্লি: বড়সড় চাইল্ড পর্ন চক্র ফাঁস করল সিবিআই। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই চক্র চলছিল বলে জানা গিয়েছে। সেখানে যুক্ত ছিল ভারত সহ অন্তত ১০টি দেশের লোকজন। এই প্রথমবার এমন কোনও চক্রের সন্ধান পেল সিবিআই, যেখানে শিশুদের নিয়ে তৈরি পর্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়ানো চলছিল।
ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ১১৯ জন সদস্য ছিলেন। গ্রুপের নাম ‘Kids XXX’. সেখানে রয়েছে আমেরিকা, নিউজিল্যান্ড, মেক্সিকো, ব্রাজিল, আফগানিস্তান, পাকিস্তান, কেনিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কার কিছু লোক।
এই ঘটনায় গ্রুপ মেম্বারদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। চাইল্ড পর্ন আপলোড করার অভিযোগে ৬৭ বি ধারায় মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। পাঁচজন সদস্য রয়েছে ভারতের। তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে। সিবিআই জানিয়েছে, এটি একটি আন্তর্জাতিক স্তরের অপরাধ। এর সঙ্গে যুক্ত সব দেশকেই এবিষয়ে জানানো হবে।
পাঁচ ভারতীয় সদস্যকে খুঁজতে দিল্লি, নয়ডা, কনৌজ ও মুম্বইতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। একাধিক ল্যাপটপ, মোবাইল প্রমাণ হিসেবে বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনায় কনৌজ থেকে নিখিল ভার্মা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করা হচ্ছে।
The post হোয়াটসঅ্যাপে চাইল্ড পর্ন ছড়ানোর গোপন চক্র হাতেনাতে ধরল সিবিআই appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল