স্টাফ রিপোর্টার, কলকাতা: রিজেন্ট পার্ক এলাকা থেকে এক কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷ ধৃত ওই দুষ্কৃতির নাম অভিজিৎ বৈরাগী ওরফে কালা৷ শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়৷ ধৃতের থেকে একটি ৭ এমএম পিস্তল মিলেছে৷ শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে৷
পুলিশ সূত্রের খবর, ২০১৫ সালে হরিদেবপুরের কবরডাঙায় একটি পানশালায় দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলেছিল৷ সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে অভিজিতকে গ্রেফতার করা হয়েছে৷ প্রসঙ্গত, ওই মামলায় ইতিমধ্যেই আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ৷ অভিজিতের গ্রেফতারের পর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে পুলিশ৷
গোয়েন্দারা জানিয়েছে, অভিজিতের বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, খুনের হুমকি দেওয়া, অস্ত্র কারবারে যুক্ত থাকা-সহ একাধিক মামলা রয়েছে৷ তবে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল সে৷ শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়৷
The post শহরে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতি appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল