নয়াদিল্লি: ফরএভার প্রেশিয়াস জুয়েলারি অ্যান্ড ডায়মন্ডস প্রাইভেট লিমিটেডের প্রাক্তর ডিরেক্টর হাসমুখ শাহকে গ্রেফতার করল সিবিআই৷ এটি উইনসাম ডায়মন্ড গ্রুপের অ্যাসোসিয়েট সংস্থা৷ সোমবার সিবিআই হাসমুখ শাহকে গ্রেফতার করে৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়৷
আরও পড়ুন: অস্ত্র আমদানিতে শীর্ষে ভারত, ক্রমশ পিছিয়ে পড়ছে পাকিস্তান
অভিযোগ, উইনসাম ডায়মন্ডসের যতীন মেহেতার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন হাসমুখ৷ কোম্পানির আমদানি ও রপ্তানির পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন তিনি৷ ব্যাংকের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক ছিল৷ মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে তাঁকে পেশ করা হবে৷
জানা গিয়েছে, মেহেতার উইনসাম ডায়মন্ডস বড় অঙ্কের ঋণ খেলাপের দায়ে অভিযুক্ত৷ অভিযোগ, ২০১৭ সালে প্রায় ৭ হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে তারা৷ কোম্পানি যে সব ব্যাংককে প্রতারণা করেছিল, তার মধ্যে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল একটি৷ বিজয় মালিয়ার কিংফিশারের পর এটি ভারতে দ্বিতীয় ঋণ খেলাপির মামলা৷ এরপর নীরব মোদী ১১ হাজার ৪০০ কোটি টাকা ঋণ খেলাপ করে৷
আরও পড়ুন: বিতর্কিত মন্তব্যের জের: পদ খোয়ালেন অর্থমন্ত্রী
পিএনবি স্ক্যাম সামনে আসার পর সিবিআই এর সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করে৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করে৷ এর মধ্যে রয়েছে নীরব মোদীর সম্পত্তি ও তার কাকা মেহুল চোকসির সম্পত্তি৷ মেহুল চোকসি গীতাঞ্জলি গ্রুপের কর্ণধার৷ এরা দুজনেই এই মামলার প্রধান অভিযুক্ত৷
The post পিএনবি কেলেঙ্কারিতে গ্রেফতার আরও ১ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.