স্টাফ রিপোর্টার, মেদিনীপুর: রক্ষকই ভক্ষক৷ এবার কাঠগোড়ায় বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মী৷ স্রেফ সন্দেহের বশে হাতে আইন তুলে নেওয়ার অভিযোগ উঠল৷ পরিণামে, অকালে প্রাণ হারালেন এক ব্যক্তি৷
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগে শনিবার চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের কমলা কেবিন এলাকায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শেখ মুসা৷ খবর পেয়ে খড়গপুর টাউন থানা এলাকার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷
কি কারণে ওই ব্যক্তিকে পিটিয়ে মারা হল, কেন স্রেফ সন্দেহের বশে হাতে আইন তুলে নিলেন বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীরা, ঘটনার পিছনে পুরনো শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর: ফ্ল্যাট তৈরির জন্য এনে রাখা কিছু লোহার রড ও অন্যান্য সামগ্রী চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে যায় ওই ব্যক্তি৷ তখনই বেসরকারি সংস্থার এক নিরাপত্তা রক্ষী ওই ব্যক্তিকে বেদম প্রহার করে৷ গুরুতর আহত হয়ে সংজ্ঞা হারায় সে৷ এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷ ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে৷
The post চোর সন্দেহে নিরাপত্তার রক্ষীর পিটুনিতে মৃত্যু appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.