নয়াদিল্লি: খাবারের মান নিয়ে প্রশ্ন করেছিলেন এক কাষ্টমার৷ তার ‘আস্পর্ধা’ দেখে বেজায় চটে যায় খাবারের দোকানের তিন কর্মচারি৷ রাগে ভাঙা হাতা দিয়ে তাকে পিটিয়ে খুন করে৷ সোমবার পুলিশ ওই তিন কর্মচারিকে গ্রেফতার করেছে৷
আরও পড়ুন: হেলমেটহীন ‘হিরো’দের তালিকার শীর্ষে কলেজ পড়ুয়ারা
রবিবার ঘটনাটি ঘটে দিল্লির প্রীত বিহার এলাকায়৷ পুলিশ জানিয়েছে, ৩০ বছরের পবন ওই এলাকার একটি ধাবাতে গিয়েছিলেন৷ কিন্তু ধাবার খাবার দেখে অসন্তোষ প্রকাশ করেন৷ এমনকি খাবারের মানও ভালো ছিল না বলে অভিযোগ৷
তাই নিয়ে প্রশ্ন করায় ওই দোকানের কর্মচারিদের সঙ্গে তাঁর বচসা হয়৷ এরপর রাগের মাথায় ধাবার তিন কর্মী ভাঙা হাতা দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে মারে৷ পিঠে, কাধে, মাথায় গুরুতর আঘাত পান পবন৷ তাঁকে ওই অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরই মারা যায় সে৷
আরও পড়ুন: ফেসবুক-হোয়াটস অ্যাপ ছাড়ুন! ভিডিও মেসেজ অ্যাপ চালু করল গুগল
এরপরই পুলিশ ওই ধাবার তিন কর্মী শচিন গোবিন্দ ও করনকে গ্রেফতার করে৷ তাদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ এই প্রথম নয়, এরকম ঘটনার বেশ কিছু নজির রয়েছে৷ খাবারের মান নিয়ে প্রশ্ন করায় ক্রেতাদের গায়ে গরম তেল ছুঁড়ে মারে এক ফুড স্টলের মালিক৷ দিল্লি পুলিশ জানিয়েছে, তুচ্ছ বিষয়ে খুন করার ঘটনা রাজধানীতে ১৮ শতাংশ অনেক বেড়ে গিয়েছে৷
The post খাবারের মান নিয়ে প্রশ্ন করায় খুন ক্রেতা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.